সাতকানিয়ায় জীবিত ঈগল পাখি নিয়ে প্রচারণা করায় জরিমানা

শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনের প্রচারণা ক্যাম্পে জীবিত ঈগল পাখির মাধ্যমে নির্বাচনী প্রচার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ লংঘন করার অপরাধে সাতকানিয়া উপজেলার ৭ নং মাদার্শা ইউনিয়নের মো: আসাদুজ জামান (৩৯), পিতা-নুরুল হক কে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪,০০০/-(চার হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জনস্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Scroll to Top