সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে রফিক চানাচুর নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলায় কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় অভিযানে কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই কারখানাটি বেশ কয়েক বছর ধরে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন করে আসছে। বিভিন্ন সময় কারখানা মালিকের বিরুদ্ধে জরিমানা করা হলেও তা একেবারে বন্ধ করে না দেওয়ায় অভিযানের কয়েকদিন পরে আবারো চালু করে কারখানাটি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এ ধরণের অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন করা অপরাধ। আজকে আমরা রফিক চানাচুর কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছি। সাতকানিয়া উপজেলার যেকোন স্থানে এ ধরণের কারখানা খবর পেলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন






