সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে একজনকে আটকপূর্বক কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
অভিযানে উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ৭নং সরল বড়পুকুর পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আরফাত (২৬)।
এইসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চাটগাঁ নিউজ/এসবিএন