চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়ার কেরানিহাটে এনবিএম ব্রিকফিল্ডে কৃষিজমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। ১৮ জানুয়ারি শনিবার দুপুর ১ টায় উপজেলা সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM ব্রিক ফিল্ডের ম্যানেজার আব্দুর রহমান(৪৯), পিতা-মৃত এনু মিয়া, সাং- ৬নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, সাতকানিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার সদস্যবৃন্দ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, অবৈধ মাটি কেটে কৃষি জমি নষ্ট করা যাবেনা। যারাই এধরণের কাজে জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধে জনস্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/ইউডি