সাতকানিয়ায় ইটভাটা মালিককে লাখ টাকা অর্থদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে জিবিএম ইট ভাটার মালিক পক্ষের মোহাম্মদ ইসমাঈল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত জিবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top