সাতকানিয়ায় আটক ছাত্রলীগ নেতা

অপারেশন ডেভিল হান্ট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে জোবায়রুল হক জিয়ান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জোবাইরুল হক জিয়ান ওই এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে আবদুল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা জোবাইরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও মেয়ে সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবশালীদের সঙ্গে প্রেমালাপ এবং পরবর্তীতে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল আর প্রতারণা করে টাকা আদায়ের কারণে আলোচিত ছিলেন তিনি।

২০২০ সালে ২৯ মে মাসে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। ওইসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের পরিবারের এক মেয়ের ছবি ব্যবহার করে একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রেমালাপ করে আসছিলেন তিনি।

গ্রেপ্তারের পর নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top