সাজ্জাদের কোন রাজনৈতিক পরিচয় নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেছেন, ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের কোন পারিবারিক বা রাজনৈতিক পরিচয় নেই। তার পরিচয় সে একজন ক্রিমিনাল, দুর্ধর্ষ সন্ত্রাসী।

তিনি আরো বলেন, শুধু চট্টগ্রাম মহানগর নয়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও সে চাঁদাবাজি করত। ভবন মালিকের কাছ থেকে চাঁদা দাবি, পোশাক কারখানার জুট ব্যবসা, বালুর ব্যবসাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছোট সাজ্জাদ চাঁদাবাজি করে বেড়াত।

ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলে ঈদের শপিং করার সময় সিএমপির একটি বিশেষ টিমের অভিযানে গ্রেফতার ছোট সাজ্জাদকে নিয়ে আজ রবিবার (১৬ মার্চ) সিএমপি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুলিশ কমিশনার এসব মন্তব্য করেছেন।

ছোট সাজ্জাদকে দুর্ধর্ষ সন্ত্রাসী বলার কারণ কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড় এলাকায় ছোট সাজ্জাদকে ধরতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ, পাঁচলাইশ থানা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় তার গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। এরপর আমি বলেছি, আর নয় সাজ্জাদ- এনাফ ইজ এনাফ।

গত ৩০ জানুয়ারি সাজ্জাদকে গ্রেফতারের আমি অর্থ পুরস্কারের ঘোষণা করেছি। সে বড় সাজ্জাদ (অবস্থান ভারত) এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগত নিয়ন্ত্রন করে। তার সন্ত্রাসী কার্যকলাপের অনেক ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছুদিন আগে সে ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকী দেয় এবং সে বায়েজিদ থানার আলোচিত ডবল মার্ডার মামলার প্রধান আসামী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র সংক্রান্ত মোট ১৫টি মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন

Scroll to Top