পড়া হয়েছে: ৬৫
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উদয়পুর এলাকায় সীমান্ত সড়কে একটি ড্রাম ট্রাক উল্টে অন্তত ৬ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উদয়পুরের ৯০ ডিগ্রি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সকল শ্রমিক সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলেন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শ্রমিকদের বহনকারি এই ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ থেকে ৮ জন নিহতের খবর পাওয়া গেলেও আমরা এখনো পর্যন্ত নিহতের প্রকৃত তথ্য নিশ্চিত হতে পারিনি। আমাদের স্থানীয় সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তারা সেখানে পৌঁছালে ঘটনার বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/এসএ