চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়িতে আনসার ব্যাটালিয়নের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ আনসার সদস্য আহত হয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাজেক ইউনিয়ন হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে সাজেক ইউনিয়নে হাউজ পাড়ার উঁচু পাহাড়ি রাস্তায় উঠতে ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ বিষয়ে ১৩ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক শফিকুল আলম চাটগাঁ নিউজকে জানান, এই ঘটনায় নায়েব সুবেদারসহ ছয়জন আহত হয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আনসারের গাড়িটি আমার গাড়ির পেছনে ছিল। পাহাড়ে ওঠার সময় হঠাৎ গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে আম গাছে আটকে যায়। পরে গ্লাস ভেঙে তাদের উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন