সাজেকে আড়াই লাখ কপি-কাজুবাদামের চারা বিতরণ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবার পাহাড়ের প্রার্ন্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসে কফি-কাজুবাদাম চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে রাঙামাটি সবচেয়ে বড় সাজেক ইউনিয়নের ১৪টি পাড়ায় ২৮৮টি পরিবারকে বাছাই করে কফি-কাজুবাদামের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাজেকে শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে আনুষ্ঠানিকভাবে এই চারা প্রার্ন্তিক কৃষকদের মাঝে বিতরণ করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এসময় চারার সাথে সারসহ প্রয়োজনীয় কৃষিজ সরঞ্জামাধি দেওয়া হয় কৃষকদের।

রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় কফি ও কাজুবাদাম বাগান সম্প্রসারন প্রকল্প প্রার্ন্তিক জনগোষ্ঠির দারিদ্র্য হ্রাসকরণ ও আর্থসামাজিক উন্নয়নের জন্য রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ১৪ টি পাড়ায় ২৮৮টি পরিবারের মাঝে ১ লক্ষ ৩৩ হাজার ৯২০টি কফি চারা ও ১ লক্ষ ৬ হাজার ৫৬০টি কাজুবাদাম চারা বিতরণ করা হয়েছে।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রতিবেদককে জানিয়েছেন, সাজেক উপত্যকার সহায় সম্বলহীন জুমিয়া চাষীদের কথা চিন্তা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সূপ্রদীপ চাকমার ঐকান্তিক প্রচেষ্টায় এ বাগান সৃজন প্রকল্পটি বাস্তবায়ন হতে চলেছে। তাই স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে কারিগরি প্রশিক্ষন গ্রহন করে সঠিকভাবে চারা রোপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে পরিষদের পক্ষ হতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এই প্রকল্প আগামীতেও রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে চলমান রাখা হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

এসময় পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাবুল তালুকদার, সাধারণ বীমার সাবেক কর্মকর্তা হেমন্ত বিকাশ চাকমা, বেসরকারি সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, চারা সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি নার্সারির সমন্বয়কারি শিমুল চাকমা, সাজেক থানার কর্মকর্তা, স্থানীয় মুরুব্বী, বাগানচাষী এবং জাতীয় ফুটবলার কিংশুক চাকমা প্রমুখ উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top