পড়া হয়েছে: ৬৮
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর খুলশী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল জব্বার (২৮) খুলশী থানা এলাকার বাসিন্দা।
সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, বাকলিয়া থানার মাদক মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত আব্দুল জব্বারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়।
চাটগাঁ নিউজ/এমআর