চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ পানিতে নানা রঙের ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ বিজু ও বিষু উৎসব।
আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদীর ঘাটে স্বচ্ছ পানিতে তরুণ-তরুণী ও শিশু কিশোর ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে নদীর স্বচ্ছ পানিতে ফুল ভাসায়। এ সময় তারা নতুন বছরের শুভ কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা জানায়। অনেকে এ সময় নদীতে পূজাও দেন।
বান্দরবানের বালাঘাটা, করুনাপুরসহ বিভিন্ন এলাকা থেকে চাকমা ও তাঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী-পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেয়। তাদের বিশ্বাস নতুন বছরের শুরুতে নদীতে ফুল ভাসালে সামনের বছরগুলোতে মঙ্গল বয়ে আনবে।
এদিকে বান্দরবানের পাড়ায় পাড়ায় চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই উৎসবের নানা আয়োজন। প্রস্তুতি চলছে জলকেলি আর পিঠা তৈরি আয়োজন। এবার শহরের রাজার মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবের মধ্যে থাকছে মারমা তরুণ-তরুণীদের দলবেঁধে পানি খেলা, পিঠা তৈরি, চন্দন পানিতে বৌদ্ধ মূর্তি দান, সাংগ্রাই রেলি, ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ বৈসু ও ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ চাংক্রান নিয়েও জ্বলছে নান আয়োজন। বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন
সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…
রাঙ্গামাটির আরো খবর জানতে চোখ রাখুন