সাঙ্গু থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাঙ্গু নদীর চন্দনাইশ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বৈলতলী ঘাট থেকে দোহাজারী ব্রিজ পর্যন্ত নদীর অংশে অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

কারাদণ্ড পাওয়া দুজন হলো- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল হান্নান (৩০) ও কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকার খবির রহমানের ছেলে মতিউর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top