ক্রীড়া ডেস্ক: নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে আয়োজিত সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাঙ্গু রানার্স আপ হয়েছে টিম মাতামুহুরী।
শনিবার (১০ জানুয়ারী) রাত ১১টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে সিজন-১ এর সমাপ্তি ঘোষণা করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় চসিক মেয়র বলেন, অন্যায়ের বিরুদ্ধে সাগর-রুনি সোচ্চার ছিলেন বলে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাঁদের যে ত্যাগ তা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। তারা ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা। তাঁদের নামে সাংবাদিকদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। সাংবাদিকদের মধ্যেও খেলাধুলা, স্বাস্থ্যের পরিচর্যা অব্যাহত থাকতে হবে।
খেলাধুলায় চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে মেয়র বলেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যখন প্রথম জয়লাভ করে তখন আমি বিসিবির অফিসিয়াল কনসালট্যান্ট। খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করেছি। তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে সাংবাদিকদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পরামর্শ দেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, সিভয়েস সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, জেসিআই চট্টগ্রাম সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি মঈন উদ্দিন নাহিদ, জেসিআই বিজনেস ফোরাম চেয়ারপার্সন কায়সার হামিদ, ফরচুন স্পোর্টস অ্যারেনার ওনার সাইমুম সাদাত।
লীগ সিস্টেমে অনুষ্ঠিত এই খেলায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী টিম সাঙ্গুকে চ্যাম্পিয়ন এবং চার পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকা টিম মাতামুহুরীকে রানার্স আপ ঘোষণা করেন ম্যাচ রেফারী আব্দুস শুক্কুর রানা ও নাছির উদ্দিন। বাফুফে তালিকাভুক্ত রেফারি রানা এবং নাছিরের পাশাপাশি খেলা পরিচালনা করেন ফিফা তালিকাভুক্ত রেফারি জিএম চৌধুরী নয়ন।
সবার সহযোগিতায় টুর্নামেন্টের সফল সমাপ্তিতে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটি আহ্বায়ক ফারুক মুনির বলেন, সফলতার সব কৃতিত্ব চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের। ব্যর্থতা, দুর্বলতা এবং যাবতীয় ভুলত্রুটি আমার। ভবিষ্যত আরও সুন্দর এবং বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে সুভ্রজিত বড়ুয়া, শাহরুখ শায়ের, রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ







