সাগরে সুস্পষ্ট লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ, এরপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি বলেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপটি আরও আগে তৈরি হওয়ার কথা ছিল। তবে এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বলে মনে হচ্ছ।

কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপটি বাংলাদেশে আঘাত হানবে কী না, তা আরও পরে জানা যাবে। এর প্রভাবে দেশে বৃষ্টি হবে কী না তা-ও বলা যাবে পরে।

আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গতকালের লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপে পরিণত হয়ে এটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারাদেশের আবহাওয়া স্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top