উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছন পুত্র নাজমুল হোসেন সায়েম।

স্থানীয়রা বলেছেন, শনিবার দুপুরে ইনানী সমুদ্র সৈকতে ভাসমান একটি লাশ দেখতে পায় জেলেরা। পরে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। তারা ভাসমান লাশটি তীরে নিয়ে আসেন। এরপর ঘটনাস্থলে আত্নীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।

এর আগে গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে নাজমুল হোসেন সায়েম নামে এক যুববকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আহমদ বলেন, শুক্রবার সকালে তারা বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে দুইজন পানিতে ভেসে যায়।

এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয় ও কোস্টগার্ড। তিনি আরো বলেন, নিহত দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহীম/এমকেএন

Scroll to Top