চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া সাগরে জেলে সাইফুল ইসলামের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিশাল আকৃতির এক ভোল মাছ। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে এটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গেলে জেলে সাইফুলের জালে মাছটি আটকা পড়ে। সাইফুল ইসলাম বলেন, মাছটি বহন করতে বেশ কষ্ট হয়েছে।
এত বড় মাছ জীবনে কখনো দেখিনি। মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। মাছটির দাম প্রথমে ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি কিনে নেন। ক্রেতা করিম সওদাগর বলেন, বড় ভোল মাছ খেতে অনেক বেশি সুস্বাদু।
তাই বাজারে এ মাছের বেশ চাহিদা রয়েছে। শুক্রবার টেকনাফ পৌর বাজারে মাছটি কেটে কেজিতে বিক্রি করা হবে। আশা করছি লাভবান হতে পারব।
স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরেই তাদের জালে ধরা পড়ে না। বিরল এ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






