পড়া হয়েছে: ৫৯
চাটগাঁ নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকায় গণডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছে একদল জলদস্যু।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত চলা রুদ্ধশ্বাস এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জালসহ ৩০ জলদস্যুকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালায় র্যাব। রোববার রাতে জলদস্যুদের অবস্থান শনাক্তের পর তাদের দীর্ঘপথ তাড়া করে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, অভিযানে তিনটি ট্রলার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জাল জব্দ করা হয়েছে। যা এ যাবৎকালে সাগরে র্যাব-৭ পরিচালিত অভিযানের সবচেয়ে বড় সাফল্য।
চাটগাঁ নিউজ/এসবিএন