পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পাহাড়তলীর সাগরিকা এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসানের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার নগরীতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের উভয়পার্শ্বের রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ প্রায় দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এসএ