সিপ্লাস ডেস্ক: কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে গল টাইটান্সের বাংলাদেশ তারকা সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন। ৩.৪ ওভার অর্থাৎ ২২টি বল করে ১৫ বলই ডট দিয়েছেন তিনি। তার সঙ্গে তাবরেজ শামসি, সেকুগে প্রসন্নরা দুর্দান্ত বোলিং করায় কলম্বো ১৫.৪ ওভারে মাত্র ৭৪ রানে অলআউট হয়েছে।
কলম্বোর হয়ে লাহিরু উদানা ও নুয়ানিদো ফার্নান্দো ১৪ করে রান তোলেন। এছাড়া নিপুন ধনাঞ্জয়া ১৩ ও মোহাম্মদ নওয়াজ ১১ রান করেন। দলটির আর কোন ব্যাটার দশ রানের ঘরে ঢুকতে পারেননি। বরং শেষ তিন ব্যাটার শূন্য করে সাজঘরে ফেরেন।
দলটির হয়ে সাকিব ৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান দেন। তুলে নেন এক উইকেট। তবে বড় ধাক্কা দিয়েছেন শামসি। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। এছাড়া সেকুগে প্রসন্ন ৩ ওভারে ১৪ রান খরচা করে ৩ উইকেট তুলে নেন।
গল টাইটান্সের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাসের। এছাড়া কলম্বোর হয়ে খেলছেন পেসার শরিফুল ইসলাম।