স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলছেন সাকিব আল হাসান। তবে সেই সফর থেকে তাকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নেপথ্যে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা।
গত শুক্রবার গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা দায়ের করা হয় সাকিবের নামে। অবশ্য মামলাটি সাকিবের একার বিরুদ্ধে ন্য। ১৫৬ জন আসামির তালিকায় সাকিব আছেন ২৮ নম্বরে। এবং সেই মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে সাকিবকে দেশে ফেরাতে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবি সজীব মাহমুদ আলমের পক্ষ থেকে।
বিসিবিকে দেওয়া সেই নোটিশ প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘তার নামে এখন ক্রিমিনাল মামলা রেকর্ড করা হয়েছে। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। সে লারমে তাকে দ্রুত জাতীয় দল থেকে বাদ দেওয়া প্রয়োজন।’
চাটগাঁ নিউজ/এআইকে