পড়া হয়েছে: ৬৬
চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
এই ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, সাংবাদিক মুন্নি সাহা আজ শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন।
সর্বশেষ মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
চাটগাঁ নিউজ/ইউডি