সাংবাদিক পরিচয়ে বিট কর্মকর্তার কাছে চাঁদা দাবী

সীতাকুণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মধ্যরাতে সাংবাদিক পরিচয়ে বিট কর্মকর্তার কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ফৌজদারহাট ফরেস্ট বিট কাম স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী। যার জিডি নং- ৩৮।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১ টার সময় উপজেলার ফৌজদারহাট ফরেস্ট বিট কাম স্টেশন মাদামবিবিরহাট বিট অফিসে ৫টি মোটর সাইকেলযোগে শহর থেকে ৮/১০ জনের একটি গ্রুপ এসে বিট কর্মকর্তাকে খোঁজতে থাকে। এসময় তারা অফিসে প্রবেশ করে সমস্ত ফাইলপত্র আলমারী থেকে বের করে ছবি তুলতে থাকে।

খবর পেয়ে বিট কর্মকর্তা ঘর থেকে বের হয়ে আসলে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। এখানে অনিয়ম আছে বলে চাঁদা দিতে বলে।

ব্যাপারে বিট কর্তাকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, গভীররাতে সাংবাদিক পরিচয়ে ৮-১০ জনের একদল ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে আমার অফিসে এসে কাগজপত্র বের করে তছনছ করে ছবি তোলে। তবে কে কোন পত্রিকার তা জানতে চাইলে কেউ বলেনি। এতরাতে কেন এসেছেন জানতে চাইলে তারা বলেন, সাংবাদিকদের কোন টাইম নেই, যখন ইচ্ছে আসতে পারে। আপনার অফিসে অনিয়ম আছে। আমাদের চাঁদা দিতে হবে। এরপর তাৎক্ষণিক থানায় ফোন করলে তারা দ্রুত বের হয়ে যায় এবং আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, মধ্য রাতে ফৌজদারহাট বিট অফিসে একদল লোক গিয়ে চাঁদা দাবী করে বিট কর্মকর্তাকে হুমকি দেয়। এব্যাপারে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top