সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশি, পুলিশের হাতে ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে ‘হান্নান রহিম তালুকদার’ নামের এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি সম্পূর্ণ অবৈধ জানিয়েছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করা হয়। ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। ভিডিও প্রকাশের পর তা দ্রুতই ভাইরাল হয় এবং সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বহদ্দারহাটের একটি গেস্ট হাউসের প্রধান ফটকে গিয়ে প্রথমে দরজা খুলিয়ে নেন। এরপর ক্যামেরা হাতে অভ্যর্থনা কক্ষে প্রবেশ করে কক্ষগুলোতে কারা অবস্থান করছেন তা জানতে চান। পরে একের পর এক কক্ষে ঢুকে অতিথিদের বের করে এনে পরিচয় জানতে চান। অনেকে নিজেদের বৈধভাবে আসা দম্পতি হিসেবে পরিচয় দিলেও, ওই ব্যক্তি বারবার সন্দেহ প্রকাশ করেন। এমনকি এক দম্পতির বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জানা গেছে, ভিডিওটি ফেসবুকে আপলোড করা হান্নান রহিম তালুকদার নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে চট্টগ্রাম প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, তিনি প্রেস ক্লাবের কোনো সদস্য নন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘কোনো সাংবাদিকের এভাবে গেস্ট হাউসে ঢুকে কক্ষ তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। এটি আইনবিরুদ্ধ এবং ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের শামিল।”

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল। পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top