সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্তসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top