সাংবাদিক কচি পাচ্ছেন চসিকের একুশে পদক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত একুশে পদক পাচ্ছেন ফ্যাসিবাদ আওয়ামী সরকার কর্তৃক দীর্ঘ বছর শোষিত এবং অবহেলিত সংবাদকর্মী, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত বইমেলায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষীয়ান এ সাংবাদিককে একুশে পদক প্রদান করা হবে।

বিগত বছরসমূহের ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য ব্যক্তিবর্গকে এবারও চসিকের একুশে পদক প্রদান করা হচ্ছে।

জাহিদুল করিম কচি দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই সাংবাদিক নেতার।

এ বিষয়ে জাহিদুল করিম কচি চাটগাঁ নিউজকে বলেন, তিন যুগের বেশি সময় সাংবাদিকতা পেশার সাথে জড়িত থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু ফ্যাসিবাদ সরকারের কাছে আমাদের কাজের কোনো স্বীকৃতি ছিল না। তবে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করছে, তার ধারাবাহিকতায় যোগ্য ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উৎসাহিত করছেন। খুবই ভালো লাগছে। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top