সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

চাটগাঁ নিউজ ডেস্ক : এই সময়ের টিভি টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচক-সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) অফিসে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। আমি এখন ডিবি কার্যালয়েই অপেক্ষা করছি। ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন বলেছেন।

তবে কী বিষয়ে কথা হবে জানতে চাইলে তিনি জানান, এখনো জানি না, তবে রাজনীতি ছাড়া আর কী হবে?

এই সময়ের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আনিস আলমগীর সরব ছিলেন। বাংলাদেশ থেকে একমাত্র ইরাক যুদ্ধে সংবাদ কাভার করতে যাওয়া আনিস আলমগীর ব্যক্তিজীবনে বেশ সাহসী ও আউট স্পোকেন সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ছাড়াও ড্যাফোডিল ইউভার্সিটিতে সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top