সাঁঝ সকালে গরু চুরি করতে গিয়ে প্রাণ খোয়ালেন যুবক!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় সাঁঝ সকালে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত করিম উদ্দিন বাঁশখালী উপজেলার জলদি ৫নং ওয়ার্ডের কালুমিয়ার বাড়ীর বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, উক্ত এলাকার নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের দল হানা দেয়। এসময় সকাল ৬টার দিকে চোরের উপস্থিতি বুঝতে পেরে ধাওয়া দেয় পরিবারের সদস্যরা। ধাওয়া খেয়ে ২জন চোর পালিয়ে গেলেও ১ চোরকে ধরে ফেলে স্থানীয়রা। এসময় তারা বেদম প্রহার করলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি করিম উদ্দিনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন চুরির দায়ে গণপিটুনির কারণে তার মৃত্যু হয়।

তবে সঠিক কারণ জানতে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top