সলিমপুর কাটুনের ভিতরে মিলল নবজাতকের লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নস্থ কালুশাহ ব্রিজের নিচ থেকে কাটুন ভর্তি একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, সকালে মহাসড়কের ব্রীজের নিচে একটি কাটুন দেখে স্থানীয়রা কাটুনটি খুলে দেখেন তাতে একটি নবজাতকের লাশ রযেছে। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ কাটুনটি থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা বলেন, স্থানীয়দের তথ্য মতে কালুশাহ নগর ব্রীজের নিচ থেকে কাটুনের ভিতরে এক নবজাতকের লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top