সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় ২৯ জনকে নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ইয়াসিন নামে একজনকে। বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন র্যাবের একজন কর্মকর্তা।
সীতাকুণ্ড থানার ওসি মাহিনুল ইসলাম জানান, এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাবের ওপর হঠাৎ হামলা চালায়। একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিছু লোক র্যাবের দুটি মাইক্রোবাসকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করছে, গাড়ির গ্লাস ভাঙচুর করছে এবং র্যাবকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালাচ্ছে।
হামলাকারীরা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্য এবং র্যাবের অস্ত্র ছিনিয়ে নেয়। হামলার সময় তারা মসজিদের মাইকে গেট বন্ধের ঘোষণা দেয়। এ সময় র্যাব কর্মকর্তা মোতালেবকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয় এবং এতে আরও চারজন আহত হয়।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






