সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ১০ সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৩ নম্বর সমাজ এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে সহপাঠীদের হাতে খুন হয়েছে ইমন(১৫) নামে এক কিশোর। নিহত কিশোর ইমন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে।
রোববার রাত ১১টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে ব্যাট দিয়ে ইমনকে মাথায় আঘাত করে। এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত ফারুক, সুজন ও মুন্না নামে তিনজনকে আটক করে। গ্রেফতারকৃত সুজন একই এলাকার কালা বাচ্চুর ছেলে, ফারুক বাবুল মিয়ার ছেলে ও মুন্না মৃত বোরহান উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

															
								




