ক্রীড়া ডেস্ক: ঢাকা ক্যাপিটালস আজ মাঠে নেমেছিল যেন শুধু রেকর্ড গড়তেই। যেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ জুটি ও সর্বোচ্চ রানে জিতে বিপিএলের তিনটি বড় রেকর্ড নিজেদের করে নিয়েছে দলটি। আসরের ১৮তম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়েছে ঢাকা। আগের রেকর্ডটি ছিল চিটাগং কিংসের। ২০১৩ সালে দলটি সিলেট রয়্যালসকে ১১৯ রানে হারিয়েছিল।
প্রথম ৬ ম্যাচের ৬টিতে হেরে বাজে সময় কাটাচ্ছিল ঢাকা ক্যাপিটালস। তবে সপ্তম ম্যাচে এসে যেন হুঁশ ফিরেছে দলটির। দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক বিপিএল রেকর্ড ভাঙল তারা। সেঞ্চুরি পেয়েছেন ওপেনিংয়ে নামা দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। নির্ধারিত ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলল ঢাকা। যা বিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড।
বিপিএলের আগের দলীয় সর্বোচ্চের রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের। দলটি ২০১৯ সংস্করণে তখনকার ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল। এছাড়া যেকোনো উইকেটেও সর্বোচ্চ রানের জুটির রেকর্ড হয়েছে এই ম্যাচে। লিটন ও তানজিদ মিলে ২৪১ রানের পার্টনারশিপ গড়েন। এর ফলে ইতিহাস গড়েন তারা। আগের সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল রংপুরের ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের। ২০১৭ সালে তারা ঢাকা ডায়নামাইটের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানে অপরাজিত ছিলেন তারা।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। যেখানে ভীষণ বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া লিটন ও তানজিদ শুরু থেকেই ঝড় তোলেন। তারা ১৯.৩ ওভারে ২৪১ রান তোলেন। মাত্র ৪৪ বলে সেঞ্চুরির দেখা পাওয়া লিটন শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া এই ব্যাটার ১০টি চার ও ৯টি ছক্কা হাঁকান। আর তানজিদ ৬৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ করে শফিউল ইসলামের বলে আউট হন।
জবাবে ব্যাট করতে নেমে নড়বড়ে রাজশাহী ১৫.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। তবে আর কোনো ব্যাটারই নিজেদের সেরাটা দিতে পারেননি।
ঢাকার হয়ে দুটি করে উইকেট পান আবু জায়েদ, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ।
চাটগাঁ নিউজ/জেএইচ