সরফভাটায় হযরত আলী ইবনে আবু তালিব (রা:) নির্মাণাধীন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে রোববার মধ্যম সরফভাটায় হযরত আলী ইবনে আবু তালিব (রা:) নব নির্মাণাধিন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

রোববার (১০ ডিসেম্বর) নব নির্মাণাধিন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন সরফভাটা মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক আনাস মাদানী সাহেব সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ, পুর্ব সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আমির হোসেন, খন্ডলিয়া পাড়া মাদ্রাসার পরিচালক মো: সুলতান, জান মোহাম্মদ পাড়া মাদ্রাসার প্রতিষ্টাতা মো: শাহাদাত, কোদাল মাদ্রাসার পরিচালক আব্দুল কাদের, হাটহাজারী দারুস সুফ্ফা মাদ্রাসার পরিচালক মুফতি সিরাজুল ইসালাম।

এতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, নাহার গ্রুফের পরিচালক মোহাম্মদ হারুন, খোরশেদ আলম সুজন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সৌদি প্রবাসী শোয়েব ইসলাম মাওলানা আবদুর সাত্তার, মৌলানা রেজাউল করিম, অর্থ সম্পাদক আলমগীর।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের মোতোওয়াল্লী ও ভুমিদাতা কাতার প্রবাসী ফরিদ আহমেদ ও সাধারন সম্পাদক জমির হোসেন ও এলাকার গন্য মান্য  ব্যক্তিবর্গ গণ।

Scroll to Top