সরফভাটায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত দুই সিআইপি

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সিআইপি রেজাউল করিম ও জামাল উদ্দিনকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সরফভাটা ক্ষেত্রবাজার প্রাঙ্গণে এই সংবর্ধনা দেয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মুজিবুল ইসলাম সরফী।

বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রউফ মাষ্টার, ওমান প্রবাসী জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, জমির হোসেন, খোরশেদ আলম সুজন, ইমাম পরিষদের সভাপতি মৌলানা ফজলুল করিম, জাহাঙ্গীর আলম মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার মাহবুব আলম, মোহাম্মদ আলম, দিদার আলম খোকন, সাইফুউদ্দিন আজম, মো. দিদার মেম্বার, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সারেক, মো. আরমান প্রমুখ।

শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, উপজেলার সরফভাটা ইউনিয়নের তিন প্রবাসী সিআইপি মর্যাদা লাভ করেছেন। তারা হলেন ওমান প্রবাসী রেজাউল করিম, আবু জাহেদ ইমরান ও আবুধাবী প্রবাসী জামাল উদ্দিন। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের এই মর্যাদা দেয়া হয়।

Scroll to Top