সরকার বলছে জুলাই থেকে, চিকিৎসকরা চান জানুয়ারি থেকে

মাসিক ভাতার দাবিতে আন্দোলন

চাটগাঁ নিউজ ডেস্ক: দাবির প্রেক্ষিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদেরকে আগামী বছর জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা মাসিক ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা.সায়েদুর রহমান। তবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা এমন সিদ্ধান্ত মানছেন না। তাদের দাবি জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী এ ঘোষণা দেন।

ডা. নূরুন্নবী বলেন, ডা. সায়েদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চার জনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম। সেখানে ড্যাব-এনডিএফের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে সায়েদুর রহমান স্যার জানান, সরকারের অর্থ মন্ত্রণালয়ে আমাদের অতিরিক্ত দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। একই সঙ্গে তিনি আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গীকার করেছেন। আমরা সেখান থেকে আলোচনা শেষ করে ফিরে এসেছি। তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দাবি করছি।

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আপাতত ৩০ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। চিকিৎসক প্রতিনিধি দল সেটি মেনেও নিয়েছিল। তবে বাইরে এসে চিকিৎসক প্রতিনিধি দল আন্দোলনরতদেরকে সিদ্ধান্তের বিষয় অবগত করলে তারা তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় চিকিৎসকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

এর আগে,আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে মহাসমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)–এর অধীক্তূক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা এ মহাসমাবেশে অংশ নিয়েছেন। ভাতা ৫০ হাজার টাকা করার দাবি এই চিকিৎসকদের।

এর আগেও একই দাবিতে সমাবেশ করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top