সরকারি গাছ কেটে জরিমানা গুণলেন ফটিকছড়ির প্রধান শিক্ষক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি রাস্তা থেকে গাছ কেটে বিক্রি করে দেওয়ায় জরিমানা গুণলেন এক প্রধান শিক্ষক।সড়ক থেকে ৪০টি গাছ কাটার দায়ে তাকে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জুলাই) অভিযুক্ত পশ্চিম ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদকে এই দণ্ড দেওয়া হয়। এছাড়া কেটে নেওয়া গাছগুলো নিজ খরচে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ ও ৫ জুলাই বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই ফটিকছড়ি-হেঁয়াকো প্রধান সড়ক সংলগ্ন একটি সংযোগ সড়কের পাশ থেকে ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কাটেন প্রধান শিক্ষক হারুন।

পরে তিনি গাছগুলো ‘পালসার নাছির’ নামে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে সেই টাকা নিজের ভাই-বোনদের মধ্যে ভাগ করে নেন বলে অভিযোগ ওঠলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার দায়ে প্রধান শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনি এ ধরনের কাজ ভবিষ্যতে করবেন না বলে মুচলেকাও দিয়েছেন। গাছগুলো তিনি নিজ খরচে উপজেলায় জমা দেবেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top