চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ভাগিনার ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। নিহত মামার নাম হারুন রশীদ (৫০) এবং ঘাতক ভাগিনার নাম শাহীন আলম (২৮)।
আজ বুধবার (৯ জুলাই) বিকালে উপজেলার ৯নং সদর ইউনিয়নের ৬নংওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
উক্ত গ্রামের সর্দার মো. বেলাল হোসেন বলেন, নিহত হরুন শাহীন আলম এর মামা হন। তাদের পাশাপাশি ঘর। সকালে সম্পত্তির বিরোধ নিয়ে বৈঠক হয়েছে। আমরা বৈঠকে সিদ্ধান্ত জানিয়েছি পরিমাপ না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকতে। পরে জানতে পারি-বিকাল ৪টার দিকে মামা ভাগিনার মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাগিনা শাহীন আলম মামা হারুন রশীদকে ছুরিকাঘাত করে।
তিনি আরো জানান, আহত হারুনকে আমরা মিরসরাই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘাতক শাহীন আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্য্য রাজ জানান, হারুন নামে একজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ফুসফুস আঘাতে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশের একটি টিম। অপর একটি টিম ঘটনাস্থলে রয়েছে। আসামিকে আটকের জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ