পড়া হয়েছে: ৮২
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রে সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেয়ার সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ প্রবাল কান্তি দে (১৪) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের পলাশ কান্তি দের ছেলে। সে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির নিয়মিত ছাত্র
নিখোঁজ প্রবালের চাচা বিপ্লব কান্তি দে বলেন, হরিপুর পূজামণ্ডপ থেকে প্রতিমাবাহী পিকাপে চড়ে অন্য সকলের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় সে। আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের সময় প্রতিমা ধরে সমুদ্রে নামে তারা। বিসর্জন শেষে সবাই উঠে এলেও প্রবালকে আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে রাত পৌনে ১০টা বাজেও তার কোনো সন্ধান মিলেনি বলেও জানান নিখোঁজ প্রবালের চাচা বিপ্লব।
চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ