সমন্বয়কদের নয়া সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করেছে। নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

কয়েক দিন ধরেই আলোচনায় ছিল এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশের খবর। এদিকে আগামী শুক্রবার ঘোষণা হতে যাচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের।

Scroll to Top