সবার আগে শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট

সিপ্লাস ডেস্ক: এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। এরপরের দিন অর্থাৎ ৩১ আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে।

স্বাভাবিকভাবে এশিয়া কাপে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচটি মাঠে গড়াবে ২ সেপ্টেম্বর। তার আগে ৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে এমন উম্মাদনা দেখা যাবে, হয়তো অনেকেই ভাবতে পারেননি।

অবিশ্বাস্য শোনালেও সত্য, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই দেখতে। ফলে সবার আগে শেষ হয়ে গেছে এই ম্যাচের টিকিট।

এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বানানো ওয়েবসাইট থেকে আজ (শুক্রবার) এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের কিছু টিকিট এখনও আছে। আছে পাকিস্তান ও নেপালের মধ্যকার টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচের টিকিটও। তবে ‘সোল্ড আউট’ হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের টিকিট।

Scroll to Top