সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।

উদ্ধার হওয়া এক নাবিক জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টায় পাথরবোঝাই করে একটি বাল্কহেড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্কহেডটি লাল বয়া বাতির কাছে আসলে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। এসময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। বাল্কহেড থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে। ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top