সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক গুপ্তছড়া সড়কের প্রশস্তকরণ কাজ দীর্ঘ সময় ধরে ধীরগতিতে চলায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে কাদাযুক্ত রাস্তা ও যানজটের ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের কাজ শুরু হলেও তা নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। দুর্বল ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়নে গড়িমসি এবং যথাযথ তদারকির অভাবে কাজের অগ্রগতি সন্তোষজনক নয়।
প্রশাসনের হস্তক্ষেপ
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান প্রকল্পের কাজ আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে নিয়মিত তদারকি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
সওজের বক্তব্য
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ জানিয়েছে, টানা বর্ষণের কারণে বর্তমানে কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
গুণগতমান নিশ্চিতকরণে কঠোর অবস্থান
উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, নির্মাণকাজের গুণগতমান রক্ষা করতে হবে এবং সব কাজ অনুমোদিত নকশা ও পরিকল্পনা অনুযায়ী হতে হবে। ভবিষ্যতে যাতে এই সড়ক টেকসই হয়, সেজন্য সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের প্রতি অনুরোধ ও সতর্কবার্তা
সড়ক প্রশস্তকরণের কাজে কিছু অংশে বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে গড়ে ওঠা ব্যবসায়িক স্থাপনা। এখনও যারা নির্ধারিত জায়গা খালি করেননি, তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ফুটপাত দখল করে দোকান সাজানো ও মালামাল রাখার অভিযোগে অনেকেই পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। প্রশাসন জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে, অন্যথায় দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা
সড়কটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে সন্দ্বীপের এই গুরুত্বপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন, প্রশাসনের সক্রিয়তা ও নজরদারিতে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন