সন্দ্বীপে ৪৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে ৪৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । রোববার (২৯ ডিসেম্বর) রাতে গুপ্তমছড়া বাজারের পূর্বে সুজন কোম্পানির গ্যারেজের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুল হাকিম (৪০), ফরহাদ (৩২) ও রবি (৩৮)। তারা সকলে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা গেছে, গত ৬ মাস যাবৎ তারা মগধরা ১নং ওয়ার্ড বেড়িবাঁধের নিচে মাম বিক্সের শ্রমিক হিসাবে কর্মরত।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই। মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top