সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে ‘স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদের হল রুম ও কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান-শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মালেক, বিসিএসআইআর-এর সায়েন্টিফিক অফিসার মোঃ তানজিল আহম্মেদ শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মোজাম্মেল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিমাতুল এহসান এবং ল্যাব এটেনডেন্ট আবু হানিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা প্রযুক্তির স্থায়ী ও লাগসই ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তি সম্প্রসারণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এ ধরনের আয়োজন প্রযুক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমকে বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন