সন্দ্বীপ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে পাওনা টাকা নিয়ে বিরোধে বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. জাহাঙ্গীর আলম আইয়ুব (৫০) উপজেলার গাছুয়া ইউনিয়নের দৈলার বাড়ির মৃত মো.আবদুল্লাহর ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাকে মারধর করেছিলেন মো. সাহাবউদ্দিন সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম সকাল থেকে তার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে সাহাবউদ্দিন সুমনসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের বাড়িতে আসে। তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সাহাবউদ্দিন সুমন লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমের মাথার পিছনে আঘাত করে। জাহাঙ্গীর আলম সেখানেই চিৎকার করে লুটিয়ে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে সুমন জাহাঙ্গীরকে সন্দ্বীপ গাছুয়া সরকারি হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। সেখানেই জাহাঙ্গীর মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের সাথে প্রতিবেশী তাহেরের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তাহের জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায়। মামলায় জাহাঙ্গীর গ্রেপ্তার হলে সাহাবউদ্দিন সুমন তার জামিন করান। জামিনের খরচ বাবদ সুমন জাহাঙ্গীরের কাছে দুই লাখ টাকা দাবি করে। জাহাঙ্গীর অর্ধেক টাকা পরিশোধ করে। দাবির বাকি টাকা নিয়ে সুমন ও জাহাঙ্গীরের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই টাকার জের ধরে জাহাঙ্গীরকে সুমন আঘাত করলে তার মৃত্যু হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে দুর্বৃত্তরা লাঠি দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এসএ