সন্দ্বীপে মানসম্মত শিক্ষার সংকট কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার

সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপের শিক্ষার গুনগত মান এবং মানসম্মত শিক্ষার সংকট এর কারণ ও প্রতিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলার প্রশাসন আয়েজিত ড্রিমল্যান্ড এডুকেশন ফোরাম সন্দ্বীপের বাস্তবায়নে শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে  এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সন্দ্বীপ ও মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপের সহযোগিতায় সেমিনারের সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল কাবীর, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মুসলিম উদ্দিন মুন্না, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ এ কে এম বেলায়েত হোসেন।

সেমিনারে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা ছাড়া শিক্ষার আসলে কোনো অর্থ নেই। শিক্ষা ক্ষেত্রে মানের ক্রমাবনতি রোধ করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। গুগণত শিক্ষা অর্জনে টেকসইকরণসহ বিশ্বমানের শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষার জন্য যুগোপযোগী নীতি এবং এর যথাযথ বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন তারা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংকট, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, এবং কলেজ পর্যায়ে রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস গড়ার উপর জোর দেয়ার আহ্বানও জানান তারা।

সেমিনারের সন্দ্বীপের স্কুল কলেজ মাদ্রাসার অধ্যক্ষ সুপার প্রধান ও সহকারী শিক্ষক এনজিও প্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ

 

Scroll to Top