সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী মিয়া বাজার সংলগ্ন মুছামিয়া মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মুছামিয়া মাস্টারের ছেলে মো. জামাল (৫০)-এর টিনশেডের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় জামাল নিজে ঘরের ভেতরে শুয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। তার শরীরের বেশ কিছু অংশ আগুনে ঝলসে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি সন্দ্বীপ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২ লাখ ৫০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন







