সন্দ্বীপে বিষাক্ত সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে বিষাক্ত সাপের কামড়ে পলি বেগম (২৩) নামে এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারভেজের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের কাজ করছিলেন পলি বেগম। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম ইনজেকশন দেন।

তবে এর কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় শরীরে দ্রুত বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। এন্টিভেনম দেওয়ার পরও আর রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে সম্প্রতি সন্দ্বীপে সাপের উপদ্রব বেড়েছে বলে জানান এলাকাবাসী। রাতে ঘরের ভেতর ও আশপাশে সাপ দেখা যাচ্ছে প্রায়ই। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top