সন্দ্বীপে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী ও শালাকে কুপিয়ে আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: সন্দ্বীপের মগধরা ইউনিয়নে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী ও জেঠাতো শালাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সাইফুল (৩৫) নামে একব্যক্তি।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে ঘটনাটি ঘটেছে মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযুক্তের শ্বশুরবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। সম্প্রতি স্ত্রী নাইমা অসুস্থ হলে সাইফুল কোনো খোঁজ-খবর নেননি। পরে তার জেঠাতো ভাই রিপন (৩৮) নাইমাকে চট্টগ্রামে নিয়ে চিকিৎসা করান।

এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল পরকীয়ার অভিযোগ তোলে এবং ধারণা করে স্ত্রী নাইমা ও রিপনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। অভিযুক্ত সাইফুলের বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতার বাড়ি।

এ নিয়ে শনিবার রাতে তুমূল বাগবিতণ্ডার একপর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে প্রথমে রিপনকে এবং পরে স্ত্রী নাইমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে দু’জনেই গুরুতর জখম হন।

স্থানীয়রা দ্রুত আহত রিপন ও নাইমাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল পলাতক রয়েছে।

মগধরা ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, ‌ঘটনাটি পুরোপুরি পারিবারিক হলেও এর নৃশংসতা আমাদের সবাইকে হতবাক করেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার চেষ্টা চলছে। আহত রিপনের অবস্থা গুরুতর।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top