সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব: ক্ষতিগ্রস্ত দোকান-গাছ ও বিদ্যুৎ খুঁটি

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হঠাৎ টর্নেডোর আঘাতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর প্রায় ১২টার দিকে উত্তর মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকায় আকস্মিকভাবে শুরু হওয়া এই টর্নেডো কয়েক মিনিট স্থায়ী হলেও রেখে গেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবল গতির ঝোড়ো বাতাসে গুপ্তছড়া বাজারের অন্তত চারটি বড় গাছ উপড়ে পড়ে। এতে দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টর্নেডোর প্রভাবে গুপ্তছড়া বাজারে একটি দোকান, একটি বসতঘর এবং একটি মন্দিরের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সরেজমিনে মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে, হায়াত মোহাম্মদের ছেলে জাবেদের বসতঘর ও গবাদি পশুর ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। একই এলাকার স্বপনের ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ের তীব্রতায় উড়ে গেছে, আর খলিল হাজীর বাড়ির একটি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে।

উপড়ে পড়া গাছ ও খুঁটির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চললেও সম্পূর্ণ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি হতে পারে।

স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা দেওয়া হয়নি। ফলে কেউ প্রস্তুত ছিল না, যার কারণে ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

সন্দ্বীপ একটি উপকূলীয় এলাকা হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই এমন দুর্যোগের ঝুঁকি থাকে। স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সচেতন মহল জনগণকে ঘূর্ণিঝড় ও টর্নেডোর সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top